নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার আগে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সজীব মিয়া (৩০)। তিনি উপজেলার আগবগজান গ্রামের বাসিন্দা ও মৃত আকবর মিয়ার ছেলে।