মামুন হত্যার ঘটনা উল্লেখ করে নিম্ন আদালত এলাকার নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

মামুন হত্যার ঘটনা উল্লেখ করে নিম্ন আদালত এলাকার নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

চিঠিতে আরও বলা হয়, ১০ নভেম্বর ঢাকার আদালতপাড়ায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সম্মুখে জনৈক মামুন নামের এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তিনি আদালতে একজন বিচারপ্রার্থী হিসেবে সংশ্লিষ্ট একটি আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় আদালতের পাশে তাঁকে হত্যা করা হয়। এ থেকে প্রতীয়মান হয় যে আদালত প্রাঙ্গণ এলাকার নিরাপত্তাব্যবস্থা খুবই নাজুক। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী, আইনজীবী ও আইনজীবীর সহকারী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য মানুষের সমাগম ঘটে।

এ অবস্থায় বর্তমান পরিস্থিত ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Explore More Districts