মান্না–মৌসুমীর কোটি টাকার সেই সিনেমা কত আয় করেছিল

মান্না–মৌসুমীর কোটি টাকার সেই সিনেমা কত আয় করেছিল

‘কষ্ট’ সিনেমার শুটিংয়ের আগে মান্না ও মৌসুমীকে নিয়ে একাধিকবার আলোচনায় বসেছিলেন পরিচালক কাজী হায়াৎ। তাঁদের কাছে পরিচালকের চাওয়া ছিল, অভিনয়ে এমন কিছু যুক্ত করতে, যা তাঁরা দুজন এর আগে কখনো করেননি। ২৫ বছরে এসে এই পরিচালকও জানালেন, মান্না ও মৌসুমী তাঁদের কথা রেখেছিলেন। অভিনয়ে যেমনটা চেয়েছিলেন, তার চেয়েও ভালো করেছিলেন। কাজী হায়াৎ বললেন, ‘শুধু মান্না-মৌসুমী নয়, এই ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে শাকিল খান, আনোয়ার হোসেন, ডিপজলও যেন সবাইকে সবাই ছাড়িয়ে গিয়েছিলেন।’

Explore More Districts