মান্নানপুত্র রনিকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার অঙ্গীকার – Daily Gazipur Online

মান্নানপুত্র রনিকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার অঙ্গীকার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি তার নিজ জন্মস্থান সালনা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি জনসভা শুরু করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে মহানগরের অধুনালুপ্ত কাউলতিয়া ইউনিয়নের সালনা হাবিবুল্লাহ ময়দানে অনুষ্ঠিত ওই জনসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ সংসদে ধানের শীষের এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এডভোকেট আব্দুস সালাম শামীম, গাজীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট সুলতান উদ্দিন, ড. এডভোকেট শহিদুজ্জামান, এডভোকেট সিদ্দিকুর রহমান, মো. নাজিম উদ্দিন চেয়ারম্যান, আহাম্মদ আলী রুশদী, জিএস সুরুজ আহাম্মেদ, আকম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা বশির আহাম্মেদ বাচ্চু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, হাসান আজমল ভূইয়া, মহানগর কৃষক দলের আহবায়ক মো. আতাউর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের আহবায়ক মো. রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।
শুক্রবার জুমার পর থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে হাবিবুল্লাহ ময়দানে আসতে থাকে। এক পর্যায়ে কর্মী-সমর্থকদের ভিড়ে ময়দানটি কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
এম মঞ্জুরুল করীম রনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে। অধ্যাপক এম এ মান্নান তার প্রথম সংসদ নির্বাচন ১৯৯১ সালে গাজীপুর-২ থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।
সভায় প্রায় সব বক্তারাই তাদের বক্তব্যে এবারের ত্রয়োদশ নির্বাচনে মান্নানপুত্র রনিকেও দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে এমপি নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts