মানুষ ভাবছে, আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল

মানুষ ভাবছে, আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল

আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা

সংলাপে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ প্রশ্ন করেন, বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিষয়ে দলটির অবস্থান কী হবে। এ সময় সভার সঞ্চালক ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ বলেন, এ ধরনের ঘটনা জামায়াতসহ অন্য দলগুলোতেও ঘটেছে।

এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এক-দুইটা ক্ষেত্রে এমন হতে পারে। এখনো মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। পত্রপত্রিকায় বিভিন্ন নিউজের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে কিছু বলা যায় না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি। বিএনপি ফ্যাসিস্টদের নিয়ে কাজ করবে না।

তবে জামায়াতে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যোগ দেননি বলে দাবি করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, এমন হওয়ার প্রশ্নই আসে না। তবে অগোচরে হয়ে থাকলে দল ব্যবস্থা নেবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে।

আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করা যায়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ট্রুথ কমিশন’ গঠনের আলাপ উঠলেও সেটি হয়নি। সমাজে যাঁরা আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তবে গণহত্যা বা সন্ত্রাসে জড়িত ছিলেন না, তাঁদের নাগরিক বা রাজনৈতিক অধিকার থাকতে পারা বা যেকোনো দলে যাতে যোগ দিতে পারেন, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এই পার্থক্য করা উচিত ছিল। তিনি ‘রিকনসিলিয়েশন কমিশন’ করার পক্ষে বলেও জানান।

সংলাপে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ।

Explore More Districts