মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্রবাহিনী: প্রধানমন্ত্রী

মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্রবাহিনী: প্রধানমন্ত্রী

মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্রবাহিনী: প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কারও সাথে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের সশস্ত্রবাহিনী যেনো পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে যুগোপযোগী পদক্ষেপ নেয়া হয়েছে। এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ সেপ্টেম্বর) গণভবনে তিনি বাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এসব কথা জানান তিনি। এ সময় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নৌবাহিনী প্রধানকে আজ অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পরে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্রবাহিনী। এই বাহিনীকে সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী নেতৃত্ব বেছে নেয়ার পরামর্শ দেন তিনি।

এটিএম/

Explore More Districts