সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, অতীতে যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা জনগণের কথা না ভেবে জনগনের অধিকার হরন করে নিজেদের পেট ভরেছে। আর জামায়াতে ইসলামী রাজনীতি করছে এদেশের মানুষের কাছে তাদের সেই ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আপনারা ৫৪ বছর সব দলকে দেখেছেন। শুধু মাত্র একটি দল বাকী রয়েছে, আর সেই দলটি জামায়াতে ইসলামী।আগামী নির্বাচনে সেই দলটিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে আপনাদের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করুন। তিনি বলেন, এ দেশে আর কোন দুর্নীতি ও বৈষম্য হতে দেবনা। আমরা আপনাদের সাথে নিয়েই জুলাই বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ গড়বো।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের নতুন বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
প্রবীন মুরব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মারুফ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, দয়ামীর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাফওয়ান খান।
বক্তব্য রাখেন, রাজীব আহমদ, আনোয়ার হোসেন, মজম্মিল আলী, এমদাদুর রহমান ধন মিয়া, গৌছুর রহমান, আব্দুল কাইয়ুম।
