মানিকগঞ্জে মহাপরিচালকের পক্ষে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

মানিকগঞ্জে মহাপরিচালকের পক্ষে  আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

মানিকগঞ্জে মহাপরিচালকের পক্ষে  আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

সোমবার (০২ মে) দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মানিকগঞ্জ এর টিটিসি হল রুমে রোকসানা বেগম, পরিচালক, মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৩৬ বিএন) এবং জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

মো. সাহাদাত হোসেন জানান, ঈদ-উল-ফিতর এর পর এবার ঈদ-উল-আযহাতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সারাদেশের মতো মানিকগঞ্জে ২১১ জন আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভাতাভোগী সদস্যরা তাদের কর্মজীবনে ঈদ উপহার পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম চলমান রাখার কথা জানান।

জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন বলেন, আনসার ভিডিপির সদস্যরা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগ তাদের দায়িত্ব পালনে আরো উদ্বুদ্ধ করবে।

এসময় অনুষ্ঠানে জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট রাজিব হোসাইন, মানিকগঞ্জ সদর উপজেলা আনসার কর্মকতা মো. আলা উদ্দিনসহ আনসার ভিডিপির অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Explore More Districts