মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তি পেল মুদি দোকান

মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তি পেল মুদি দোকান

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ জুন:

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উজ্জল হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি দোকান ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। শনিবার বিকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দোকান ঘরটি হস্তান্তর করা হয়।

এসময় সংগঠনের উদ্যোগে দোকান ঘরটিকে নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়। আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় বক্তব্য রাখেন, হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. নোয়াব আলী ফরাজী, দপ্তর সম্পাদক মো. আনোয়ার মৃধা, কোষাধ্যক্ষ মো. রাকিব হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ইদ্রিস খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের সভাপতি মো. নোয়াব আলী ফরাজী বলেন, হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। এটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের নানা উনয়নমুলক কাজ করে যাচ্ছে। গরীব ও দুস্থ্য মানুষের পাশে দাড়িয়ে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, ঘর নির্মাণসহ নানা ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ইতোমধ্যে সংগঠনের মাধ্যমে গ্রামের দরিদ্র নারীদের মাঝে শেলাই মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময় ও ঈদের সময় ৬শতাধিক গরীব ও দুস্থ্য মানুষের মাঝে ত্রাণ সামগ্রীসহ ঈদ উপহার দেয়া হয়েছে। গরীব ও দুস্থ্য মানুষকে চিকিৎসা সহায়তা ও আর্থিক সহায়তাসহ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

এ বিষয়ে শারীরিক প্রতিবন্ধী উজ্জল হোসেন বলেন, আমি আগে স্টিলের ফার্নিচার তৈরির কারিগর ছিলাম। প্রায় ৭ বছর আগে আমার স্পাইনাল কর্ড টিউমারের অপারেশন হয়। তারপর থেকে দু’পায়ে দাড়িয়ে আমি আর হাটতে পারি না। আমার চিকিৎসায় ৫-৬ লাখ টাকা খরচ হয়। এতে আমি নি:স্ব হয়ে পড়ি। সুস্থ্যতা লাভ না করায় হয়ে যাই সমাজের বোঝা। ৫জন সদস্য নিয়ে সংসার চালাতে অক্ষম হয়ে পড়ি। হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট খবর পেয়ে যোগাযোগ করে আমার পাশে দাড়িয়েছে। আমার বাড়ির পাশে সম্পূর্ণ তাদের খরচে আমাকে একটি দোকান ঘর নির্মাণ করে দিলো। আমি এতে অনেক আনন্দিত ও খুশি। এখানে আমি একটি মুদি দোকান দিয়েছি। এ দোকানের আয় থেকে আমি এখন সংসার চালাতে পারবো।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ জুন ২০২২।

Explore More Districts