বাংলাদেশের ক্রিকেটাররা টানা দুই টেস্ট খেলতে পারেন না- আবারও এমন অভিযোগের সুযোগ করে দিয়েছে ঢাকা টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের সুযোগ সৃষ্টি করা বাংলাদেশ ঢাকা টেস্টে প্রতিরোধহীন পরাজয় বরণ করে নিয়েছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক দিক নিয়ে কাজ করার তাগিদ জানিয়েছেন অনেকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শীঘ্রই ক্রিকেটারদের মনোবিদের শরণাপন্ন করা হবে, যাতে তারা মানসিক বাধা ও মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারেন। ইতোমধ্যে এ নিয়ে বোর্ড কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
Advertisment
ক্রিকেট অপারেশন্স বিভাগ আরও আগেই মনোবিদের সেশনে ক্রিকেটারদের নিতে চেয়েছিল। তবে অনিবার্য কারণে তা পিছিয়ে গেছে। সামনের কোনো ফাঁকা সময়েই মুমিনুল-জয়দের জন্য আয়োজন করা হতে পারে মনোবিদের কোনো কাঙ্ক্ষিত সেশন।
বিসিবি সভাপতি বলেন, ‘অনেক খেলোয়াড়কে ক্লান্ত মনে হচ্ছে। শুরুর দিকে ভালোই খেলে। দ্বিতীয় টেস্টে ৩ দিন পর্যন্ত ভালো খেলে, তারপর পারে না। লোক একই, টেকনিক একই, স্কিলও আছে, একই ট্রেনিং দেওয়া হয়েছে- তাহলে এই সময়ে এসে পারে না কেন? নিশ্চয়ই মানসিক কিছু হওয়ার সম্ভাবনা।’
পাপন মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের টেস্ট মেজাজের বা মনোভাবের ঘাটতি রয়েছে। তিনি জানান, ‘টেস্টের মাইন্ডসেটের ঘাটতি আছে। অবশ্যই মনোবিদ নিয়ে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে কাজ করেছি। আমার জানামতে একটা (সেশন) হয়ে যাওয়ার কথা। পরিকল্পনা করা আছে ইতোমধ্যে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।