- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ
মানসিক ভারসাম্যহীন ৯০ বছরের অজিফা নিখোঁজ
- আপডেট টাইম : মে, ১০, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
- 76 পড়েছেন
নিখোঁজ সংবাদ :
অজিফা নামের ৯০ বছরের এই বৃদ্ধ মহিলাটি মানসিক ভারসাম্যহীন। ভাড়াটিয়া বাসা থেকে হারিয়ে যায়।নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা কাঁচপুর ইউনিয়নের সোনাপুর কবরস্থান মসজিদের পাশে পেরাসা গেইটের সামনে লোকমানের বাড়ির ভাড়াটিয়া গত রোজ রবিবার/০৪/০৫/২০২৫/তারিখ সকাল ৭ ঘটিকার সময় বাসা থেকে বের হয়ে হারিয়ে যায়,আর বাড়ি ফিরেনি অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি ভারসাম্যহীন এই বৃদ্ধ মহিলাটির গ্রামের বাড়ির ঠিকানা গ্রাম ডাঙ্গাপাড়া ডোমার ইউনিয়ন ডোমার,থানা,জেলা নীলফামারী এ ব্যাপারে তার মেয়ে লাভলী আক্তার বয়স ৩৬ পিতা আব্দুল গনি মাতা অজিফা,সোনারগা থানায় একটি জিটি করেন জিটি নং ৪৬৫ তারিখ ১০/০৫-২৫ ইং মাকে না পাওয়ার বেদনায় মার ছবি হাতে নিয়ে রাস্তায় পাগলের মত মাকে খুঁজছে,তার মেয়ে লাভলী। যদি কোন হৃদয়বান ব্যক্তি কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ০১৭২৮৭৫২০৫৪