‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু।’ হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায়। বিশেষ করে ভয়াবহ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের সংকট কালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করেছে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দি মানুষদের।
শুধু করোনা নয়, রাস্তায় ও বাজারে ঘুরে বেড়ানো ভবঘুরে মানুষদের সরকারি আশ্রয় কেন্দ্রে ও তার বাড়ির ঠিকানা খুঁজে বাড়ি পৌঁছানো, অসুস্থদের চিকিৎসা সেবাসহ, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে দেশ যুব সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি আজ ১৪ বছরে পা দিয়েছে। অল্প দিনেই এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছে দেশ যুব সংগঠন সিলেট এবং এর প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ যুব সংগঠক ও অভিনয়শিল্পী মোঃ কামাল।
মানুষের বহুমুখী সেবা প্রদান করার লক্ষ্যে ২০১২ সালের ১৪ জানুয়ারি সিলেট জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে সিলেট সদরের মোঃ বাবুলের পুত্র মো. কামাল প্রতিষ্ঠা করেন অ-লাভজনক, অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেশ যুব সংগঠন সিলেট’। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়ে তুলা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সিলেট বাসির কাছে অধিকাংশ মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার মোঃ আব্দুল আহাদ বলেন, স্বেচ্ছাসেবী দেশ যুব সংগঠন এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আসছে। তিনি সুনামের সাথে এগিয়ে চলা উক্ত সংগঠনের সাফল্য কামনা করেন।
সংগঠনের নিজেদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক মোঃ কামাল বলেন, ‘স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মানবিক কাজের চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। স্বপ্ন দেখি, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণরা একযোগে মানবিক কাজ করবে!’