সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজেও ব্যবহৃত হচ্ছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবো। কিন্তু তার কাছে অসহায় হবো না। মানবজাতির কল্যাণে আমরা এটিকে ব্যবহার করবো। আপনারা ভালোভাবে পড়বেন৷ পরীক্ষায় শুধু ভালো নাম্বার পাওয়ার জন্য না, সবকিছু ভালোভাবে জানার জন্য পড়বেন। যত পড়বেন, তত শিখবেন। বিজ্ঞান, গণিতের পাশাপাশি পরিসংখ্যানও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি বিজ্ঞানের সব শাখায় আসে৷
রবিবার এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের হলরুমে বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত ২০২৫ সেশনের কার্যকরী কমিটির অভিষেক ও বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা শেখ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী প্রমুখ।
বিজ্ঞান ক্লাবের মৃন্ময়ী ভট্টাচার্য ও মাইশা মাহবুবের যৌথ সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মুদাব্বির হোসেন।
বিজ্ঞান বিষয়ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সেমিনারে স্পিকার হিসেবে সেমিনার নেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির সহযোগী অধ্যাপক ড. আহসান হাবীব।
এসময় আরও উপস্থিত ছিলেন- কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিরিটি পাল, শংকর চক্রবর্তী, প্রভাষক মাদেহা বেগম চৌধুরী, বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা মনিকা রানি বণিক, শৈলেন্দ্র মোহন সিংহ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রশিবিরের সেক্রেটারী জওহর লোকমান মুসান্না, বিজ্ঞান ক্লাবের সভাপতি আবু সাইদ মো. জাবের, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ দাস, কার্যকরী সদস্য আশিষ সেন, সদস্য সামিহা নাহিয়ান।