মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রেসক্লাব থেকে ফরিদপুর হাইস্কুল মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সময়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ ইসরাফিল মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,সদরপুর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান,সদর উপজেলা সভাপতি মোঃ কে এম ইউসুফ আলী সদরপুর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম,
চরভদ্রাসন উপজেলা সভাপতি শামসুদ্দিন মোল্লা সালথা উপজেলা সভাপতি সিরাজ আলী, আলফাডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সালথা উপজেলা সাধারণ সম্পাদক এনায়েত হোসেন , মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক কবিরুল আলম শিক্ষক নেতা লিপিকা সাহা । এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় প্রধান মন্ত্রী বরাবর মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জোর দাবি জানান।
তারা বলেন একদেশে দুই নীতি চলতে পারে না,তাই তারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও তারা বাংলাদেশ সরকারের ২০২৩-২৪ অর্থ বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ অতি নগণ্য উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শিক্ষা খাতে মোট বাজেটের ২১% বরাদ্দ রাখার জোর দাবি জানান। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তারা।