মাধবপুরে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

মাধবপুরে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট করুন প্রিন্ট করুন

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

মাধবপুরে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। রাত ৩টার দিকে একটি বালি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটির কোনো চালক বা মালিককে পাওয়া যায়নি।

জব্দকৃত জিরার বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।” এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts