মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার – Habiganj News

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার – Habiganj News

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের জগদীপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয় দুইজনকে। তারা হলেন– মো. হান্নান (৩৮), পিতা মৃত নুরুল ইসলাম, সাং-চরসবি, থানা-দৌলতখান, জেলা-ভোলা এবং মো. জামাল মিয়া (২৭), পিতা মো. সেলিম, সাং-রসুলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts