মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – Habiganj News

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – Habiganj News

হৃদয় এস এম শাহ্-আলম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছ মিয়াকে বুধবার (২৯ অক্টোবর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

 

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অলিপুর কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, চৌমুহনী ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

তাঁরা বলেন, “হাজী মোঃ ইউনুছ মিয়া ছিলেন সাহসী মুক্তিযোদ্ধা, যিনি দেশের স্বাধীনতার স্বপ্নে বুক পেতে লড়েছিলেন শত্রুর বিরুদ্ধে। তাঁর মৃত্যুতে জাতি হারালো এক সত্যিকারের দেশপ্রেমিক সন্তান।”

 

এলাকাবাসীরা জানান, তিনি ছিলেন সৎ, ধর্মপ্রাণ ও মানবিক গুণে গুণান্বিত একজন সমাজসেবক। যুদ্ধ-পরবর্তী সময়েও তিনি সমাজকল্যাণমূলক কাজে নিবেদিত ছিলেন।

 

বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছ মিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Explore More Districts