৮ September ২০২৫ Monday ৭:৪৭:৩৬ PM | ![]() ![]() ![]() ![]() |
ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কমিটি দেওয়া হবে

মোঃ আল আমিন,বাবুগঞ্জ: সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় মাধবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান মিদুল ও রফিকুল ইসলাম বাবু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাঈম, জাহাঙ্গীর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খান মোঃ সোহাগ, এনামুল হক উজ্জ্বল, মাধবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আরিফুর রহমান সবুজ, আহ্বায়ক প্রার্থী সালমান সালাম, সাবেক সদস্য সচিব মোঃ সুজন, সদস্য সচিব প্রার্থী ইজাজ মাহামুদ,সবুজ, সদস্য সচিব মো. মাসুদ মাঝি,সদস্য মো. নয়ন, এনামুল হক উজ্জল, রহমতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন সরদার, রাসেল মল্লিক, রাকিব সরদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট নতুন করে উজ্জীবিত হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে হবে। জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবক দল শুধু একটি সহযোগী সংগঠন নয়, বরং জনগণের আস্থা ও আন্দোলনের অন্যতম শক্তি।
ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে যে সকল নেতাকর্মী নির্যাতিত হয়েছিলেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে ওই সরকারের সকল কর্মকান্ডের সুযোগ সুবিধাভোগ করে এখন স্বেচ্ছাসেবক দলে সাথে যুক্ত হতে চায় এদেরকে কোনক্রমেই প্রশ্রয় দেয়া যাবে না।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |