
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাজার বিশ্বাস মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।
জামায়াতে ইসলামী ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন, মিডিয়া বিভাগের মুজাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জামায়াতের নেতাকর্মীরা জানান, নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নে সংগঠনের কার্যক্রম নতুন গতি পেল।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ নূরুল বাশার। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল বারী।