আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসাবাজারে গণসংযোগ, ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসাবাজারে ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী পথসভায় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দি পরেও আমাদের জীবনমানের কাংখিত উন্নতি ঘটেনি। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসাসেবার মতো মৌলিক বিষয়গুলোর উন্নতি ঘটেনি। এর জন্য সবার আগে প্রয়োজন যোগ্য নেতৃত্ব নির্বাচন। আমরা এক্ষেত্রে ভুল করলে কোনদিনও স্বাধীনতার পূর্ণ স্বাদ উপভোগ করতে পারবো না। তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন একজন সুশিক্ষিত জনবান্ধব রাজনৈতিক কর্মী। তিনি ছোটবেলা থেকেই মানবদরদী। এজন্য এলাকাবাসী তাকে সংসদে দেখতে চায়। বিএনপি ফয়েজ উদ্দিনকে মনোনয়ন দিলে সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবী মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, সাব্বির আহমেদ, আবির আহমেদ প্রমুখ।
একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুরারবাজার, নশিওয়রপুর ও খন্দকারবাজার, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খতিরা, কইকুঁড়ি, রায়খাইল, সিলেট মহানগরীর ২৯, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।