নভেম্বর ৩০, ২০১৮
অপরাধ, মাদারীপুর
523 Views
ষ্টাফ রিপোর্টার # র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের পুরাতন বাজার এলাকা থেকে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজন ঔষধসহ তিন জনকে আটক করেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২১ বোতল নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়। এসময় রিপন মন্ডল, জাহাঙ্গীর সর্দার ও বিশ্বজিৎ রায় চৌধুরীকে আটক করা হয়। আটককৃত সবার বাড়ী মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানার বিভিন্ন উপজেলায়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয়রা জানান, আসামীগণ পেশাদার নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ গোপনে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সামগ্রী বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আটককৃত আসামীদেরকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।