মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তৎপরতা বাড়াতে হবে: ডিসি

মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তৎপরতা বাড়াতে হবে: ডিসি

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৯ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, সম্প্রতি পাসপোর্ট করতে এসে দুইজন রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকতে হবে। এই ধরনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রোধে কঠোর নজরদারি চালাতে হবে। কোনো দালালের মাধ্যমে কেউ পাসপোর্ট করতে এলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি আরও বলেন, কোস্টগার্ডকে আরও টেকসইভাবে কাজ করতে হবে, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তৎপরতা বাড়াতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। নৌ পুলিশকে নদীপথে নজরদারি জোরদার করতে হবে এবং যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এছাড়াও পুরান বাজারে নবী করিম (সা.)-কে নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই চাঁদপুরের মানুষ, আমাদের মিলেমিশে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ ও সহনশীলতা ধরে রাখতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার আবিদ, চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক,চাঁদপুর জেলা বার সভাপতি অ্যাড. বাবর বেপারী, চাঁদপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) নারী পিপি অ্যাড. কোহিনূর বেগম,

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, জামায়াতে ইসলামী সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওঃ মোঃ বিল্লাল হোসাইন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চাঁদপুর জেলা কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আশরাফ আলী,

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান, গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলা সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। আমরা সবাই মিলে একযোগে কাজ করলে আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

স্টাফ রির্পোটার/
১০ নভেম্বর ২০২৫

Explore More Districts