রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যায়ে রাজবাড়ীতে সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের বর্ণাঢ্য সাইকেল রোড শো বের হয়।
রোড শোটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। রোড শোতে প্রায় দেড় শতাধিক সাইকিলিষ্ট অংশ নেয়।
সাইকলে রোড শো’র উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালে উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ সাইকেল লাভার রাজবাড়ীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।