মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার, স্ক্র্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ‘মাতারবাড়ীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।’

Explore More Districts