মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল মেসির, জেতালেন মায়ামিকে

মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল মেসির, জেতালেন মায়ামিকে

এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন। ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।

৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।

Explore More Districts