এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন। ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।
৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।