মাঠে আঘাত পেয়ে মারা গেলেন ১৯ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার রাউল – DesheBideshe

মাঠে আঘাত পেয়ে মারা গেলেন ১৯ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার রাউল – DesheBideshe

মাঠে আঘাত পেয়ে মারা গেলেন ১৯ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার রাউল – DesheBideshe

মাদ্রিদ, ৩০ সেপ্টেম্বর – মাঠে আঘাত পেয়ে মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন স্প্যানিশ গোলকিপার রাউল রামিরেজ ওসোরিও। তিনি স্পেনের পঞ্চম বিভাগের দল কলিন্ড্রেসের হয়ে খেলতেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাউলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

গেল শনিবার (২৭ সেপ্টেম্বর) রেভিলার মুখোমুখি হয়েছিল কলিন্ড্রেস। এই ম্যাচ চলার সময়েই মাথায় আঘাত পান রাউল। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরএফসিএফ তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র কলিন্ড্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এর পাশাপাশি রাউলের আত্মার শান্তি কামনা করেছে তারা। আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রাউল রামিরেজের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts