ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) সিলেট অঞ্চলের নবনির্বাচিত নেতাদের সাংগঠনিক যৌথসভা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ডিকেআইবি সিলেট অঞ্চলের সভাপতি সালিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলম এবং মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার সুমা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, বিশেষ অতিথি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মোঃ মাসুদ বখত চৌধুরী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যে ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ বলেন, ‘একজন পিওনেরও (অফিস সহকারী) পদোন্নতি আছে, তবে আমাদের তা নেই। যেখানে শুরু, সেখানেই শেষ। অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে আমাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এরকম শত শত ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। কৃষি দেশের প্রাণ। কৃষকের পরে বেশি পরিশ্রম করেন দেশের ১৫ হাজার উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তারা ২৫-৩০ বছর চাকরি শেষে একই পদে বাড়ি ফিরতে চান না। তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হবে। উপ সহকারী কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। মাঠকর্মীদের মূল্যায়নে আরও বেশি সমৃদ্ধি আসবে কৃষিতে। তাদের দাবি পূরণে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতিঅরুণ কান্তি রায়, ডিকেআইবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ডকেআইবি সিলেট অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদক এ আই এম সিরাজুল ইসলাম, ডিকেআইবি সিলেট অঞ্চললের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, এএইও গোলাপগঞ্জ সিলেটের হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক এএইও সিলেট সদর ইকবাল হোসেন ভূঁইয়া, চিনতা হরণ সুনামগঞ্জ সদর চৌধুরী, ডিকেআইবি সিলেট অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান ইরান, সাবেক এএইও মফিজ আলি, ডিকেআইবি সিলেট জেলা সভাপতি শাহিনুর রহমান শাহিন, ডিকেআইবি হবিগঞ্জের সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমদ, ডিকেআইবি মৌলভীবাজারের শ্যামল দত্ত প্রমুখ।