মাটিরাঙ্গা বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত | ctgnews.com

মাটিরাঙ্গা বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত | ctgnews.com
খাগড়াছড়ি

       

Advertisement

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়।

৯ অক্টোবর, রবিবার  সকালের দিকে দেশ ও জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধ রক্ষিত ভিক্ষুর নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর ফুল পূজা বুদ্ধ পূজা, আকাশ প্রদীপ উৎসর্গ ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড (আহার) দানসহ নানাবিধ দান করেন।

Advertisement

মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্নিমা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধ রক্ষিত জানান, এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো। এই উৎসব এবং মাসব্যাপী কঠিন চীবর দান। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর, এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোন বৌদ্ধ বিহারেও রাত্রী যাপন করেন না। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। বিহারে আগত সকল উপাসক উপাসিকা গণ।

সকল বৌদ্ধ বিহারে, ধর্মীয় সংগঠনের নিজ নিজ কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে পূর্ণিমা। অনুষ্ঠানে অত্র এলাকার বৌদ্ধ ধর্মাম্বলীর দায়ক দায়িকা সহ অনেকে উপস্থিত ছিলেন।

জেইউএস

Advertisement


CTG NEWS

Explore More Districts