মা‌টিরাঙ্গায় ২৩ বি‌জি‌বির মেডিক্যাল ক্যাম্পেইন – Chittagong News

মা‌টিরাঙ্গায় ২৩ বি‌জি‌বির মেডিক্যাল ক্যাম্পেইন – Chittagong News

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ ক‌রেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।

র‌বিবার ১৫ জুন সকা‌লের দি‌কে উপ‌জেলার তবলছ‌ড়ি লাইফু কুমার কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মা‌ঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন যামিনীপাড়া ব্যাটালিয়ন এএমসি, মেডিক্যাল অফিসার, মেজর ডা: মাসুম রানা।

চি‌কিৎস‌া সেবা পে‌য়ে উপকারভো‌গিরা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে উত্তর উত্তর সাফল‌্য কামনা ক‌র‌নে।

যামিনীপাড়া জোন কমান্ডার লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স জানান, দুর্গম পাহা‌ড়ে বসবাসরত অসহায় দ‌রিদ্রদের কথা চিন্তা ক‌রে জো‌নের আওতা‌ধীন এলাকায় মোট ২৭০ জন

পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়ে‌ছে। আগামী‌তেও এধারা অব‌্যাহত থাক‌বে বলে তিনি জানান।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts