মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন | ctgnews.com

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন | ctgnews.com
মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

       

Advertisement

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর ) সকালের দিকে র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement


CTG NEWS

অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামছুল হক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুুুবাস চাকমা প্রমুখ বক্তব্য দেন।

এদিকে, উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার জনগণের একদম কাছে গিয়ে সেবা প্রদান করে থাকে। স্থানীয় সরকার যতো শক্তিশালী হবে দেশের উন্নয়ন ততোই দ্রুত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে প্রত্যন্ত এলাকার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই মেলার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

উদ্বোধনের পরপরই অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, সকল ইউনিয়নে চেয়ারম্যান বৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts