মাটিরাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে গাভী উদ্ধার করলো ফায়ার সার্ভিস – Chittagong News

মাটিরাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে গাভী উদ্ধার করলো ফায়ার সার্ভিস – Chittagong News

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি গাভীকে উদ্ধার করেছে মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ড রসুলপুর (সিকদার ঠিলা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোখলেছুর রহমানের একটি গৃহপালিত গাভী চলাফেরা করার সময় অসাবধানতাবশত একটি খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

এদিকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে এমন উদ্ধার অভিযান কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। গৃহস্থের অসাবধানতা দায়ী করেছেন অনেকে।

মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন জানান, প্রায় আধা ঘণ্টা চেষ্টায় গাভীটিকে অক্ষত অবস্থায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা সম্ভব হয়। বাড়ির আশেপাশে এরকম ডানাবিহীন গর্ত থাকলে তা ডেকে রাখা উত্তম।

উদ্ধার হওয়া গাভীটি বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন গৃহস্থ মোখলেছুর রহমান

এএইচ/সিটিজিনিউজ 

 

Explore More Districts