খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ২ হাজার ৪শ ১২ পিস ইয়াবা সহ কামাল হোসেন (৩৩) নামে এক মাদকারবারী কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
কামাল হোসেন কক্সবাজারে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বড়বাড়িয়া নামক এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে।
গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে তাকে আটক করা হলেও আজ বিকালে আটকের বিষয়টি গণমাধ্যমে কে নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
এই বিষয়ে আরও
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া’র দিকনির্দেশনায়
এস আই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টহল চলাকালীন কামালের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪শত ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও পাচার করে আসছে বলে সে স্বীকার করে।
মাটিরাঙ্গা থানার ওসি মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।