মাঝপথে ফেরি বিকল, কালুরঘাট সেতুর খুঁটিতে ধাক্কা

মাঝপথে ফেরি বিকল, কালুরঘাট সেতুর খুঁটিতে ধাক্কা





কর্ণফুলী নদীর মাঝপথে ফেরি বিকল হয়ে কালুরঘাট সেতুর খুঁটিতে ধাক্কা লেগেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে নদীর পশ্চিম পার থেকে পূর্ব পারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী বাবলু বলেন, ফেরি বিকল হওয়ায় নদীর স্রোতে কালুরঘাট সেতুর নিচে খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে যাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কালুরঘাট সেতুর নিচে থাকা লোহার পাতের সাথে ফেরিতে থাকা অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক আটকে গেলে ফেরি থমকে যায়। ফেরি বিকল হওয়ায় শত শত গাড়ি নদীর দুই পারে আটকা পড়ে। ফেরিতে থাকা যাত্রীরা নৌকা যোগে তীরে ফিরলেও প্রায় ২০ মিনিট পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।

কালুরঘাট ফেরির ইজারাদার মনছুর আলম পাপ্পী বলেন, বর্তমানে ফেরি সচল আছে। ফেরি বিকল হওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কিছুক্ষণ বিকল ছিল।




Explore More Districts