মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লি. এর আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ এলিট কিচেন রেস্টুরেন্টে (৩ তলা) শনিবার ৩ মে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রধান প্রশিক্ষক হিসেবে হজ্জ প্রশিক্ষণ প্রদান করেন আলহাজ মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় আরো প্রশিক্ষণ প্রদান করেন চেয়ারম্যান ঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার, শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ সাহেব।
এসময় আরো বক্তব্য রাখেন (হজ্জ গাইডার)চাঁদপুর করিম পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা আব্দুস সালাম, (হজ্জ গাইডার) মো : নূরুন্নবী, মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনালের ম্যানেজার ও (গ্রুপ লিডার হজ্জ) মোঃ মামুনুর রশিদ (নেয়ামত উল্লাহ)।
এসময় উপস্থিত ছিলেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো: খান, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোবারক হোসেন বাবু প্রমুখ। এ সময় ৬৫ জনের অধিক হাজী (আল্লাহর ঘরের মেহমান) হজ প্রশিক্ষণ গ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেট, ৩ মে ২০২৫