মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলা বিএনপি’র ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
মাগুরা জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আলী আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, এ্যাড. রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খাঁন রয়েছেন। এছাড়াও সদস্য সচিব হিসেবে মনোয়ার হোসেন খান রয়েছেন।
পোষ্ট শেয়ার করুন