মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল আহসান প্রথম আলোকে বলেন, নিহত চারজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত সবুর মোল্লার স্ত্রী মেরিনা বেগমের অভিযোগ, প্রতিপক্ষ নজরুল ইসলাম ও তাঁর লোকজন প্রকাশ্যে তাঁর স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলামের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। সৈয়দ হাসানের মুঠোফোনেও একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।