মাগুরায় লকডাউনে ক্ষতিগ্রস্থ ১১৪৫জন রিকসা ও ইজিবাইক চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরন। Magura news

মাগুরায় লকডাউনে ক্ষতিগ্রস্থ ১১৪৫জন রিকসা ও ইজিবাইক চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরন। Magura news

বিশেষ প্রতিবেদক –

করোনা ভাইরাসের জন্য লক- ডাউনে ক্ষতিগ্রস্ত ব্যাটারি চালিত অটো , রিকসা ও ইজিবাইক চালকদের মধ্যে আজ রবিবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের পক্ষথেকে এই মাসবিক মহায়তা বিতরন করা হয়েছে।১১৪৫ জনের মধ্যে সহায়তা বিতরন করেন মাগুরা -১ আসনের এমপি
অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । অনুষ্ঠানে বক্তব্য রাখেস মাগুরার জেলা প্রশাসক ড: আশরাফুল আলম , পৌর মেয়র খুশিদ হায়দার টুটুল সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ।

করোনা ভাইরাসের জন্য লকডাউনের কারনে ক্ষতিগ্রস্ত ১১৪৫জন জন অটো , রিকসা
ও ইজিবাইক চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তার মধ্যে ছিল চাল , ডাল , তেল , লবন প্রভৃতি । মানবিক সহায়তা বিতরন
কালে জেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক , শ্রমিক সহ সহ বিভিন্ন
শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Explore More Districts