মাগুরায় নদ নদীর দখল, দূষণ ও অপব্যবহার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। Magura news

মাগুরায় নদ নদীর দখল, দূষণ ও অপব্যবহার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরার প্রধান ৪টি নদীর ৭ শতাধিক স্থান অবৈধ দখলে। এছাড়া বিভিন্ন ধরনের বর্জ্য প্রতিনিয়ত দূষিত করছে এসব নদীকে। নদী বিষয়ক এক কর্মশালায় এ তথ্য দিয়েছে এ সংক্রান্ত প্রকল্পের কর্মকর্তারা। নদনদীর দখল, দুষণ, অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক এই কর্মশালা আজ সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপত্বি করেন। এ সময় প্রধান অতিথী ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক যগ্ম সচিব ইকরামুল হক।

কর্মশালার সংশ্লিষ্ট বিষয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরেন উক্ত প্রকল্পের নেচারাল
রিসোর্স এক্সপার্ট মোহাম্মদ মিজানুর রহমান, মাগুরা পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(আইসিটি) জুলিয়া সুকায়না। কর্মশালায় জানানো হয়, মাগুরার প্রধানতম ৪টি নদী মধুমতি, গড়াই, চিত্রা ও নবগঙ্গার ৭ শতাধিক স্থান অবৈধভাবে দখল হয়ে গেছে। যার মধ্যে নবগঙ্গাতেই ৫৫৮টি স্থান অবৈধভাবে দখলে রয়েছে বিভিন্ন মানুষের। যা নদীগুলোকে সংকুচিত করে ফেলছে।

এসব নদীর দু’পাড়ে অবৈধভাবে গড়ে উঠেছে ইট ভাটা, পাকা বাড়িঘর, বিভিন্ন ধরনের খামার, হাট বাজারসহ নানা স্থাপনা। মধুমতি নদীতে একইভাবে ৪২টি স্থান অবৈধ দখলদারদের দখলে রয়েছে। বিভিন্ন বসতবাড়ির ময়লা আবর্জনা, প্রাতিষ্ঠানিক বর্জ্য নদীতে জমা হয়ে এগুলোকে দূষিত করছে। নদীর অবৈধ দখল ও দূষণ ঠেকাতে সরকারের পাশাপাশি বেসরকারি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মাগুরায় নদ নদীর দখল, দূষণ ও অপব্যবহার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। Magura news

Explore More Districts