নিউজ ডেস্ক-
মাগুরা জেলার জ্যেষ্ঠ আইনজীবী, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সৈয়দ আতর আলী রোডের বাসিন্দা শ্রী এ্যাডঃ রতন কুমার মিত্র ইন্তেকাল করেছেন। শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাগুরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আজ দিবাগত ১১ টার দিকে তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে ১২টা নাগাত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতি ও মাগুরা প্রেস ক্লাব।
পেশাগত দিক দিয়ে তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পান। একই বছর তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতিতে যোগ দিয়ে আইনি পেশা শুরু করেন। তিনি মাগুরা জেলা জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে মাগুরা নিউজ পরিবার গভীর ভাবে শোকাহত। তার শেষকৃত্য সাতদোহা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।
পোষ্ট শেয়ার করুন