মাগুরায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

কমিটিতে গোলাম জাহিদকে আহ্বায়ক, আব্দুর রহিমকে সদস্য সচিব ও হাসানুর রহমান হাসুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির এই তিন সদস্যের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Explore More Districts