মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ির (থ্রি-হুইলার) সঙ্গে সংঘর্ষে জিৎ ঘোষ (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী মৃত্যু হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কুল্লিয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের বিপুল কুমার রায়ের ছেলে বর্ষণ রায় (২২)।

স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিন চালিত লাটা (থ্রি হুইলার) খালি গাড়িটি মাগুরার দিকে যাচ্ছিল। স্থানীয় এক ব্যক্তি রাস্তার দুপাশে বালুর গাদা করে রাখে। বালুর গাদার কারণে দূর্ঘটনা এলাকার রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ে। শ্যালো ইঞ্জিন চালিত লাটা গাড়িটি মোড় ঘুরে এ সময় মোটরসাইকেল আরোহীরা ব্যাটারি চালিত ইজিবাইক অতিক্রম করতে গেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিন চালিত লাটা গাড়িটির পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দু’জন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গাড়িটি আটক করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জিৎকে জরুরি বিভাগের ডাক্তার অনুপম দাস মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts