মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস এর আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মুক্ত মঞ্চ এ আলোচনা ও মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ. এস. এম মাজেদ-উর রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ। বক্তাগন আলোচনা ও মতবিনিময় সভায় ছাত্রীদের মাঝে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করেন এবং ছাত্রীদের ঙ্গাতার্থে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সার্বিক বিষয় তুলে ধরে বক্তৃতা করেন।

Explore More Districts