বিশেষ প্রতিবেদক-
আজ সোমবার মাগুরায় বিঞ্জ জেলা ও দায়রা জজ মো: মিজানুর
রহমান সহ তিন বিচারককে সংবর্ধনা প্রদান করেছে মাগুরার আইনজীবীরা । সকাল
১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মাগুরা নবাগত বিঞ্জ জেলা ও দায়রা
জজ মো: মিজানুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন সহ
তিন বিচারককে সংবর্ধনা প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল এর
সভাপতিত্বে সংবর্ধনা সভায় পৃধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো:
মিজানুর রহমান । বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল মতিন ,
অ্যাডভোকেট রোকনুজ্জামান খান , অ্যাডভোকেট আ্ধসঢ়;ব্দুর রশিদ , অ্যাডভোকেট
আব্দুল মজিদ, অ্যাডভোকেট আহম্মদ হোসেন , অ্যাডভোকেট শাহেদ হাসান টগর
. অ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ । সংবর্ধনা সভায় বিপুল সংখ্যক
আইনজীবী উপস্থিত ছিলেন।
পোষ্ট শেয়ার করুন