বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শহরে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে । শহরের নোমানী ময়দান থেকে বিজয় র্যালী বের হয়ে সমগ্র শহর প্রদক্ষিণ করে পূনরায় নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। বিভিন্ন বাদ্যযন্ত্রসহকারে হাজার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র্যালীতে অংশ নেন। তাদের হাতে ছিল নানা ধরনের ব্যানার । শহরের সড়কের দুপাশে ও বাড়ির ছাদে দাড়িয়ে হাজার হাজার মানুষবাসী বর্নাঢ্য এই র্যালী প্রত্যক্ষ করেন।
র্যালীতে অংশ নেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ এফএম আব্দুল ফাত্তাহ, মাগুরা -১ আসনের আওয়ামীলীগ প্রাথী সাকিব আল হানান , মাগুরা-২ আসনের প্রাথী ড. বিরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু , সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক , সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান,প্রমুখ।আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চাইলৈন সাকিব আল হাসান। সাকিব আল হাসান তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে উপস্থিত নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন,আসন্ন নির্বাচনে মাগুরা-২ টি আসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
পোষ্ট শেয়ার করুন