মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক–
আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাগুরা জেলা কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ও ডাইরেক্ট (এডমিন) মো. ঈসা মল্লিক স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. শরীফ আলিমুজ্জামানকে সভাপতি এবং মো. রাজু আহম্মদকে সাধারণ সম্পাদক ও মো. ফয়সাল হোসেন শাকিলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
মাগুরা জেলা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি শরীফ আলিমুজ্জামান বলেন, সভাপতি মো. ফারুক আহম্মদ বলেন, আমাকে মাগুরা জেলা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি করায় এবং সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। সংগঠনকে সুসংগঠিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনী সহায়তা দেওয়ার জন্য আমরা নিরলস কাজ করবো।
সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মদ বলেন, সকলের আইনী সহায়তা প্রদান ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সবার পাশে দাড়াবে।
পোষ্ট শেয়ার করুন