চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে মাকে চিকিৎসা করিয়ে রাউজানের বাড়িতে ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় চিনু বড়ুয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা ঘটে কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাটের পূর্বপাশে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত চিনু বড়ুয়াসহ পরিবারের সদস্যরা অসুস্থ মাকে নিয়ে নগরের একটি হাসপাতাল থেকে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন আজ শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে।
তাদের গাড়িটি নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল আফিসের কাছে আসলে একটি বালুবাহী ট্রাক সিএনজিকে চাপা দেয়, এসময় চিনু বড়ুয়ার মৃত্যু হয়। ঘটনায় আহত হয় পরিবারের দুই সদস্যসহ সিএনজি চালক। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, নিহত চিনু বড়ুয়া রাউজান উপজেলার পুর্বগুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের বীরমোহন বড়ুয়ার কন্যা।