মাউন্ট এডোরা হসপিটালে 'শিশু মেলা' অনুষ্ঠিত

মাউন্ট এডোরা হসপিটালে 'শিশু মেলা' অনুষ্ঠিত

মাউন্ট এডোরা হসপিটালে 'শিশু মেলা' অনুষ্ঠিতসিলেট এ জন্ম নেওয়া শিশুদের নিয়ে দিনব্যাপী “শিশু মেলা” অনুষ্ঠানের আয়োজন করেন মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ।
শনিবার অনুষ্ঠিত শিশু মেলায় শিশুদের নিয়ে এক চিত্রাঙ্গণ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পজেটিভ প্যারেটিং বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হসপিটালের উপ-পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ তানভীরুজ্জামান।
আগত অভিভাবকদের নানা প্রশ্ন, জিজ্ঞাসা ও সমস্যা নিয়ে আলোচনা করেন অবস্ এন্ড গাইনী বিশেষজ্ঞ ডাঃ কিশোয়ার পারভীন, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ, খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, শারমিন জাহান বিথী এবং হসপিটালের কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- হসপিটালের পরিচালক, অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালক মেডিকেল সাভিসেস, ডাঃ সৈয়দ মাহমুদ হাসান।
অনুষ্ঠানে আগত সকল অভিভাবকবৃন্দ শিশুদের মানসিক বিকাশে এই ধরণের আয়োজনে মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডিএস/এমসি

Explore More Districts