মহেশখালীতে একটি মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) ভোররাত ৩টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নেরর মধুয়ার ডেইলে এলাকার প্রধান সড়কে আবছার মোটর নামক মোটরসাইকেল গ্যারেজে আগুন লাগার এ ঘটনা ঘটে।
এতে মেরামত করতে দেওয়া বিভিন্ন গাড়ি মালিকের ১৭টি মোটরসাইকেল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকান মালিক আফসার জানান, সোমবার দিবাগত রাতে কাজ শেষে তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ভোররাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দোকানের প্রতিবেশীরা তাকে ফোন দিয়ে জানায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালেও ততক্ষণে পুরো দোকান ও ১৭টি মোটরসাইকেল পুড়ে গেছে।