মহেশখালীতে শিশুকে বলৎকার, যুবককে ধরে পুলিশে দিল জনতা – দৈনিক আজাদী

মহেশখালীতে শিশুকে বলৎকার, যুবককে ধরে পুলিশে দিল জনতা – দৈনিক আজাদী

মহেশখালী কালারমারছড়ার আঁধারঘোনায় ৫ বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে হৃদয় শীল (২১) প্রকাশ ননাই কে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় ওই শিশুকে সেলুনের দোকানে ডেকে তাকে বলৎকার করে হৃদয়। পরে শিশুটিকে একটি মুড়ির প্যাকেট কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং কাউকে না বলতে বারং করে।

সন্ধ্যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে জানায়। এরপর রাত আনুমানিক ৮ টায় তার পরিবার ও স্থানীয়রা এসে অভিযুক্ত হৃদয় শীলকে আটক করে। আটক হৃদয় শীল বলৎকারের বিষয়টি স্বীকার করেছে।

পরে অভিযুক্ত হৃদয় শীল কে পুলিশের হাতে তুলে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু আহমেদ।

Explore More Districts