মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা 

নিজস্ব প্রতিনিধি :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মহসীন উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

Explore More Districts